ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা,how much is valentino cologne, how much is a valentino perfume, ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা কবিতা, ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা পিক,
ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা।
আমি পাখির খাঁচার মতো হতে চাইনি…,,,,,, তোমাকে উন্মুক্ত করে দিয়েই আমি,,,,,, অনন্তকালের অপেক্ষায়।
শূন্যতা একদিন পূর্নতা হবে ইনশাআল্লাহ”…”শুধু সময়ের অপেক্ষা”….😌
খুশি থাকার অপেক্ষা করতে করতে…,,, হয়তো কোন একদিন,,, মৃত্যু এসে লাইফটাকে,,,, থমকে দিবে।।
অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই তোহ ভালোবাসি বলতে পারে,কিন্তু অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমান করতে পারে ক’জন? সেই মানুষটি জানবেই না কখনো,তার অপেক্ষায় প্রহর গুনছে কোনো দুটি দৃষ্টি। সেই প্রহর কী আদৌও শেষ হবে?প্রহর নিজেও জানে না সে কথা। তবুও অপেক্ষা, বুঝি শেষ হবে না কোনোদিনই। অদ্ভুদ অপেক্ষা, আর অদ্ভুত তার ব্যাথা।
অপেক্ষা এত ভারী,,,, ক্লান্ত হয়ে স্মৃতি নিয়ে ফিরি!
জানিনা তুমি কেমন আছো,,,,, শুধু যেদিকেই তাকাই,,,তোমায় দেখতে পাই,,,জানিনা তুমি আসবে ☹️, ফিরে কিনা,,,,, আজও তোমার😍 অপেক্ষায় আছি💔
অপেক্ষা তো বড্ড করেছি তবে শূন্য হাতে ফেরায় মনে হয় নিয়তি আমার জন্য শ্রেয় মনে করেছে…..🌼তবুও আমি শেষটুকু দেখে যাবো.!! পুরনো পথগুলো ভুলনা প্রিয়,,,, আমি আজও দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়।।
অপেক্ষা নিয়ে ফেসবুক স্ট্যাটাস
বৃষ্টিকেও যদি ভালোবাসতাম হয়তো এতো জল গিফট পেতাম না, যত জল পেয়েছি তোমাকে,,, আপন করে।। কল্পনাও করতে পারিনি, এত বেশি মেঘ,,,,, ছিল তোমার আকাশে। অনেক বড় বোকা,,,, ছিলাম, আর আজও বোকাই রয়ে গেলাম। অপেক্ষায় আছি,,,,, অপেক্ষায় থাকবো। সারজীবন তোমায় মনে রাখবো।
জীবন কারোর জন্য থেমে থাকে না,,,,,, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায়ঃঃ ভালোবাসার মানুষটার জন্য।।
যদি কোন দিন আমার কথা একটি বারও মনে পড়ে,,,তাহলে ফিরে এসো,,,আমি আজও তোমার অপেক্ষায় আছি,,,
আমি হাজারো ব্যস্ততার মাঝে তোমাকে খুজে পাই আজও তোমার অপেক্ষায় আছি তোমারই পথ চেয়ে।
শূন্যতা একদিন পূর্নতা হবে ইনশাআল্লাহ”…”শুধু সময়ের অপেক্ষা”….😌
খুশি থাকার অপেক্ষা করতে করতে…,,, হয়তো কোন একদিন,,, মৃত্যু এসে লাইফটাকে,,,, থমকে দিবে।।
অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই তোহ ভালোবাসি বলতে পারে,কিন্তু অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমান করতে পারে ক’জন? সেই মানুষটি জানবেই না কখনো,তার অপেক্ষায় প্রহর গুনছে কোনো দুটি দৃষ্টি। সেই প্রহর কী আদৌও শেষ হবে?প্রহর নিজেও জানে না সে কথা। তবুও অপেক্ষা, বুঝি শেষ হবে না কোনোদিনই। অদ্ভুদ অপেক্ষা, আর অদ্ভুত তার ব্যাথা।
অপেক্ষা এত ভারী,,,, ক্লান্ত হয়ে স্মৃতি নিয়ে ফিরি!
জানিনা তুমি কেমন আছো,,,,, শুধু যেদিকেই তাকাই,,,তোমায় দেখতে পাই,,,জানিনা তুমি আসবে ☹️, ফিরে কিনা,,,,, আজও তোমার😍 অপেক্ষায় আছি💔
Read More: