বিজয় দিবসের কবিতা, বিজয় দিবসের কবিতা আবৃত্তি, বিজয় দিবসের কবিতা ২০১৮, বিজয় দিবসের কবিতাবলী, বিজয় দিবসের কবিতা ২০২১, বিজয় দিবসের কবিতা শামসুর রাহমান, বিজয় দিবস কবিতা, বিজয় দিবসের ছোটদের কবিতা, বিজয় দিবসের বিখ্যাত কবিতা, শুভেচ্ছা বিজয় দিবসের কবিতা।
বিজয় দিবসের কবিতা।
আমরা আমাদের সাইটে কিছু কবিতা দিলাম হয়তো সআনাদের ভালো লগবে।
৪৭-এ দেশ ভাগে, জন্ম নিলো দু’টি দেশ
তারপরও দিনগুলো বেশ আনন্দের ছিলো
৭১ মার্চের ৭ তারিখে মুজিব দিলেন ভাষণ
নড়ে উঠোলো, কেঁপে উঠলো সমস্ত বিশ্ব।
কি ঘটেছিল ১৯৭১ এ? আমি তো দেখিনি
বিজয়ও দেখিনি, তবে জানি ১৬ ডিসেম্বর
মানচিত্রে জায়গা নিলো নতুন বাংলাদেশ
হিংস্র হানাদার, রাজাকার, আলবদরেরা
প্রান নিলো সর্বকালের শ্রেষ্ঠ সন্তানদের।
বিজয়টা পেতে লাগলো এক সাগর রক্ত
মার্চ থেকে ডিসেম্বর ন’মাস রক্তক্ষয়ী যুদ্ধ
৫৬ হাজার বর্গমাইলের স্বাধীন সীমারেখা
বৈষম্য, অর্থনৈতিক মুক্তি মিলেনি আজও
আমি স্বপ্নের কথা বলতে চাই-
আমি সুন্দরের কথা বলতে চাই-
আমি মানুষের কথা বলতে চাই-
আমি কণ্ঠ উঁচু করে বলতে চাই-
বিজয় হয়েছে, আমাদের বিজয়।
দিন শেষে লিখতে লিখতে যা হলো
সম্ভবত সেটি একটি কবিতা ।
কবিতা ২
মহান বিজয় দিবস
তুমি স্মৃতিতে ভাস্বর ,
প্রেরণা বাঙ্গালীর
তুমি বিজয় ‘৭১
১৬ ই ডিসেম্বর
একটি অঙ্গীকার ,
তুমি হৃদয়ে লেখা নাম
মুক্তিসেনার চরণে লাল সালাম ;
যাদের রক্তের দামে আমরা
এ দেশ পেলাম ।
তুমি ‘ উন্নত শির
ঐ শিখর হিমাদ্রীর ‘
তুমি পতপত উড্ডীন
বিজয় নিশান ,
বুকের গহীনে লাল সবুজ
রঙ তুলির কোমল পরশে
আঁকা স্মৃতিসৌধ ।
তুমি বাংলা গানের সুর
‘সব ভুলে যাই তাও ভুলি না
বাংলা মায়ের কোল ।’
তুমি হৃদয়ে মাটির টান
তুমি লাঙল , তুমি জোয়াল
মাথায় গামছা বক্ষে বহুত জোর
আমি স্বপনে তোমার ডাকে যুদ্ধে নামি
শোষকের বুকে আঘাত হানি
ছিনিয়ে আনি লাল সবুজের রেশ
প্রিয় বাংলাদেশ ।
তুমি বোনের জ্বালা
ভাই হারানো অবিনাশী গান
মায়ের বুকে জ্বলছে আজও
‘৭১-এর শ্মশান ,
এক নদী রক্তের দামে
দিকে দিকে বাজে
আজ বিজয়ের গান
আমার উল্লোসিয়া ওঠে প্রাণ
বাঁধ ভাঙে সব বাঁধার
দূর হয় সব আঁধার ;
সময় এসেছে দৃপ্তপদে
সামনে এগিয়ে যাবার ।
তুমি দীপ্ত তারুণ্যের জয়
মুখরিত কণ্ঠে জয় বাংলার জয়
‘৭১ এর বিজয় ,
তুমি ১৬ ডিসেম্বর
আমি আকাশের বুকে
উড়িয়ে দিলাম সুখের কবুতর
”সারা বিশ্বের বস্ময়
তুমি আমার অহংকার ।”
তুমি অগুনতি ত্যাগ ;
তবু প্রাপ্তি অফুরান ।
তুমি শোষণ ছেঁড়া বাঁধন হারা প্রাণ
তুমি শাশ্বত , অমলিন , শিখা অনির্বাণ ।
আশা করি আপনাদের ভাল লাগবে।
আরো পড়ুন:
- অসম্ভব সুন্দর প্রেমের কবিতা | প্রথম প্রেমের কবিতা
- ভালোবাসা নিয়ে কবিতা বাংলা bangla love sms
- শাপলা ফুলের ছবি Shapla flower picture
- ভালোবাসার কবিতা Bangla | valobaser Kobita Bangla.
- বাংলা লাভ এসএমএস বাংলা ভালোবাসার
- valobashar chondo। ভালোবাসার ছন্দ স্ট্যাটাস রোমান্টিক
- bangla romantic status for wife,bangla romantic status for facebook.