প্রেমিকাকে ইমপ্রেস করার মেসেজ।
সেই মোনেতে থাকবে আমার কাছের প্রিয়জন
প্রিয়জন বাধবে বাসা আমার মোনেতে
কাটবে জীবন চলবো সাথে একিসাথে তে
আদর করে আমায় তুমি ভালো তো বাসো
ভালোবাসার নাম টি নিয়ে থাকবো চিরকাল
মনের খাতায় চিঠি লিখবো সকাল ও বিকাল
আজ ইচ্ছে করে মন খুলে তোমার সাথে হাসতে
ইচ্ছে করে আজ আকাশের তারা গুনতে
আজ ইচ্ছে করে বসে বসে তোমার কথা শুনতে
তোমায় ছাড়া মন আজ হয়েছে পাগল পাড়া
তুমি আমার চাঁদের আলো আকাশের নীল পাখি
মন চায় আজ বসে বসে তোমার ছবি আকি
তোমায় আমি ভালোবেসে করিনি কোনো ভুল
দুঃখের কাছে দুঃখ প্রিয় সুখের কাছে সুখ
স্বপ্নে আমার ভেসে ওঠে শুধু তোমার মুখ
ভালোবাসায় পাপ নেই তবু লোকে কোনো বলে মন্দ
লোকের কথা শোনা না কান রাখো বন্ধ
তোমার আমার ভালোবাসায় রয়েছে কতো ছন্দ
মনে রাখবো তোমার কথা, ভুলবোনা তোমাকে
যদি চলে যাও অনেক দূরে
খুঁজে নিবো তোমাকে পৃথিবী ঘুরে
এতো জ্বালা মন আর শয় না
মনের কাছে মন তো থাকে না
কোনো কাজেই মন তো লাগে না
মনের ভাষায় রয়ে গেছে অবুঝ মনের কতো আসা
সব আসাই রয়ে গেছে বলার নেই কোনো ভাষা
মনের ভাষা বুঝে নিতে হয়, হয়তো সেটা ভালোবাসা
সব কিছুই মিলে মিশে হয়েছে ভালোবাসা
নতুন দিনের নতুন সব নতুন লাগে তোমাকে
নতুন করে খুঁজে পেলাম আমার মন টাকে।
মেয়েদের ইমপ্রেস করার মত কথা।
মেয়েদের ইমপ্রেস করার জন্য সারাদিন যে কথা বলতে হবে তার কোন মানে নেই। আপনি মেয়েটির সাথে কথা কম বলুন কিন্তু যেটুকু সময় কথা বলবেন সেই সময়টুকু যেন বড্ড উপভোগ্য হয়।
আপনার সাথে কথা না হওয়ার সময়টুকু যেন মেয়েটি আপনাকে ভীষণ মিস করতে থাকে। এভাবে যদি আপনি বেশ কিছুদিন চালাতে থাকেন তবে মেয়েটি আপনি আপনাকে অনেক মিস করতে থাকবে এবং বেশি বেশি আপনার সাথে কথা বলতে চাইবে।
যেসব মেয়েরা আপনার মেসেজের রিপ্লাই দেয় আপনার কথায় রেসপন্স করে সেই সব মেয়েদের সাথে কথা বলুন এবং তাদের ইমপ্রেস করার চেষ্টা করুন।
আষাঢ়ের সন্ধ্যায়, বর্ষার আগমনে,
এক নিরালা ভাঙা কাঠের সেতু,
পারাপারের সময়,
তোমার হাতে হাত রেখে,
তোমার বিস্ময় ভরা আঁখির দিকে চেয়ে আছি।
কালোমেঘে ঘেরা আকাশ হয়তে,
হঠাৎ করে আসা না বলা বৃষ্টি,
হিমেল হাওয়ায়,
ভিজিয়ে দিল দুটি শরীর।
তোমার সেই পুরানো ভাঙা ছাতার নীচে ,
শীতল বাতাসে, বৃষ্টির টাপুর টুপুর শব্দে,
ভূমি থেকে ওঠে আসা মাটির মেটো গন্ধে,
হারিয়ে যায় দুজনে কোন অদূরে।
বিদ্যুৎ চমকায়, বাদল গর্জায়,
দমকা হাওয়া শুরু হয়,
অঝোর ধারায় বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ,
প্রায় ভিজে যায় দুজনে,
তখনো তোমার সেই পুরানো ভাঙা ছাতার নীচে।
বিদ্যুতের ঝলকানিতে, ভয় পেয়ে জড়িয়ে ধরে,
শান্ত বধূর মতো , একদৃষ্টে চেয়ে,
তোমার ভয়মিশ্রিত কন্ঠে, কিছু বলার আগেই
তোমার ঠোঁটের নরম স্পর্শ ছুঁয়ে যায় ,
জীবনের প্রথম চুম্বন।
তোমার সেই লজ্জা মিশ্রিত অস্পষ্ট হাসিমাখা মুখখানা,
প্রতিরাতে আমার স্বপ্নে হাতছানি দেয়,
কে তুমি? কেন বার বার স্বপ্নে দেখা দাও?
তোমার জন্যে যেন আমি অপেক্ষায় আছি।
মেয়েদের ইমপ্রেস করার মত বিভিন্ন মেসেজ।
মেয়েদের সাথে কথা বলা শুরু করার আগে আপনাকে জেনে নিতে হবে একটি মেয়ের সাথে কি ধরনের মেসেজ করা উচিত।
সব সময় তার কাছে এক ধরনের প্রশ্ন করে গেলে মেয়েটি অনেক বিরক্ত হবে এবং আপনার সাথে কথা বলতে চাইবে না। বাচালের মত কোন মেয়ের কাছে বেশি বকতে যাবেন না।
কথা কম বলবেন কিন্তু মানসম্মত কথা বলার চেষ্টা করবেন। যত্ন নেওয়ার চেষ্টা করবেন তবে সীমার মধ্যে থেকে। সীমার বাইরে চলে গেলে আপনি তার কাছে বিরক্তের পাত্র হয়ে উঠবেন।
হাজার তারা চাইনা আমি, একটা চাঁদ চাই,
হাজার ফুল চাইনা আমি একটা গোলাপ চাই.
হাজার জনম চাইনা আমি একটা জনম চাই,
সেই জনমে যেন শুধু তোমায় আমি পাই !
তুমি আমার রঙিন স্বপ্ন, শিল্পীর রঙে ছবি,
তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি,
তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল,
তুমি আমার ভালোবাসার শিউলি বকুল ফুল !
দিন যায় দিন আসে, সময়ের স্রোতে ভেসে,
কেউ কাঁদে কেউ হাসে, তাতে কি যায় আসে,
খুঁজে দেখো আসে পাশে,
কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে !
দুঃখ আছে মনে মনে,
বলবো আমি কার সনে,
শোনার মতো মানুষ নাই,
তাই নিজের কষ্ট নিজেই পাই,
যেদিন পাবো তার দেখা,
বলবো আমার মনের সব কথা !!!
আমি হলাম আকাশ, কষ্ট আমার মেঘ,
জোস্না আমার আবেগ, বৃষ্টি আমার কান্না,
রোদ আমার হাসি, কি করলে বুঝবে-
বন্ধু তোমায় আমি কত ভালোবাসি !
তুমি বৃস্টি ভেজা পায়ে সামনে এলে মনে হয়-
আকাশের বুকে যেন জল ছবি এঁকে যায় .
তুমি হাসলে বুঝি মনে হয়,
স্বপ্ন আকাশে পাখি ডানা মেলে দেয় !!!
তোমার জন্য মেঘ গুলো ভেসে যাচ্ছে আকাশে,
তোমার জন্য স্বপ্নঘুড়ি উড়ছে ভেসে বাতাসে,
তোমার জন্য আছে আমার বুক ভরা ভালোবাসা,
এই কথা জানে শুধু আমার বিধাতা !!
আজ ছন্দ মহলে মিলছে দুটি মন,
মনে মনে বলবে ওরা কথা যে সারাক্ষন,
কথার মাঝে থাকবে গভীর ভালোবাসা,
ভালোবাসার মাঝে থাকবে দুটি মনের বেকুলতা !!
আমি ভালবাসি সখা তুমার নয়নের ওই কাজল
তোমারে না দেখিতে পাইলে হয়ে যাই আমি ব্যাকুল।
পৃথীবির যত সুখ আছে তুমারো কাছে,
দিও সখি সবটুকু উজাড় ও করে।
ইমপ্রেস করার কবিতা ও মেসেজ।
মেয়েদের ইমপ্রেস করার আগে মানুষকে ইমপ্রেস করা শিখতে হবে। একজন মানুষ সে ছেলে হোক বা মেয়ে হোক তাকে নিজের কথা দিয়ে পটিয়ে ফেলার চেষ্টা করতে হবে।
যখন আপনি প্রত্যেক মানুষের কাছ থেকে সুনজর পাবেন তখন আপনার আশেপাশের মেয়েরা এমনিতেই আপনার প্রতি ইমপ্রেস হবে।
সবাই যখন আপনার প্রশংসা করতে থাকবে তখন মেয়েরা আপনার কথা ভাবতে শুরু করবে। একটু চেষ্টা করলেই আশেপাশের প্রতিটি মেয়ের সুনজর পাওয়া খুব কঠিন কিছু নয়।
আমাকে ভালবাসতে হবে না,
ভালবাসি বলতে হবে না.
মাঝে মাঝে গভীর আবেগ
নিয়ে আমার ঠোঁট
দুটো ছুয়ে দিতে হবে না.
কিংবা আমার জন্য রাত
জাগা পাখিও
হতে হবে না.
অন্য সবার মত আমার
সাথে রুটিন মেনে দেখা
করতে হবে না. কিংবা বিকেল বেলায় ফুচকাও
খেতে হবে না. এত
অসীম সংখ্যক “না”এর ভিড়ে
শুধু মাত্র একটা কাজ
করতে হবে আমি যখন
প্রতিদিন এক বার “ভালবাসি” বলব
তুমি প্রতিবার
একটা দীর্ঘশ্বাস
ফেলে একটু
খানি আদর মাখা
গলায় বলবে “পাগলি”
কি পেয়েছি আর কি হারিয়েছি
হয় নি হিসাব করা,
এরি মাঝে নতুন বছর
দিচ্ছে আবার তাড়া।
দিনগুলো যে কেমন করে
কেটে যাচ্ছে সারা,
সময়টুকু পাই না হাতে
একটু পেছন ফিরা।
যদি করি এমনি ভাবে
সময় হাতছাড়া,
সফলতা আসবে কিসে
স্বপ্ন গুলোই ঘুমপাড়া।
ফুলের প্রয়োজন সূর্যের আলো
ভোরের প্রয়োজন শিশির
আর আমার প্রয়োজন তুমি
আমি তোমাকে ভালোবাসি
সকাল বিকেল বৃষ্টি পড়ে
রাত দুপুরে মন পুকুরে
নুপুর পরে শব্দ করে
অচিন পুরে হৃদয় জুড়ে
ও পাখি তুই বাজিয়ে তোর শিষ
ও’ পাড়ায় গেলে তাহাকে বলে দিস
ব্যালকনিতে যাহার শাড়ি ওড়ে
তাহার জন্য এখনো মন পোড়ে।