না বলা ভালোবাসার কিছু কথা অবহেলিত ভালোবাসার কিছু কথা

না বলা ভালোবাসার কিছু কথা  অবহেলিত ভালোবাসার কিছু কথা, ভালোবাসার সুন্দর কিছু কথা , মনের গভীরের কিছু কথা , মনের কিছু না বলা কথা , সত্যিকারের ভালোবাসা নিয়ে কিছু কথা , না বলা ভালোবাসার কিছু কথা কবিতা, না পাওয়া ভালোবাসার কিছু কথা ।

না বলা ভালোবাসার কিছু কথা।

না বলা ভালোবাসার কিছু কথা  অবহেলিত ভালোবাসার কিছু কথা

ভালোবাসার মানুষকে না বলা কথা । নিয়ে কিছু কথা আমাদের এসএমএস যা আপনাদের ভালো লাকবে

ভালোবাসার জন্য অনেক না বলা কথা থাকে যা না বলায় থেকে যায়।

যার মূল্য সবাই দিতে বুঝেনা ভালোবাসা এই শব্দটি প্রতিটি মানুষের জীবনে অর্থাৎ ছেলে এবং মেয়ে একবার হলেও তার মনের গভীরে বাসা বাঁধে।

কিন্তু কেউ হয়তোবা ভালোবাসাকে খুব মন থেকে অনুভব করে। আবার কেউ হয়তোবা ভালোবাসা তেমন মনে অনুভব করে না। ভালোলাগার উৎপত্তি থেকে আমাদের মনে ভালোবাসা সৃষ্টি হয়।

যা কিনা আমাদের মনের গভীরে গিয়ে পৌঁছে যায়। ভালবাসার গভীরতা এত বেশি আমরা সেই ভালোবাসার মানুষটিকে চোখ বন্ধ করে অনুভব করতে পারি।

আমাদের সমাজে যখন একটি ছেলে ও একটি মেয়ে ক্লাস 9 অথবা 10 পরে তখন থেকে একটু করে ভালো লাগার সৃষ্টি হয় মনের ভিতর একটি ছেলের প্রতি একটি মেয়ের।

আর সেই ভালোলাগা থেকে একজন আরেকজনের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। যার ফলে উভয় উভয়ের জন্য ভালোবাসায় মুগ্ধ হয়ে ওঠে।

ভালোবাসায় বিশ্বাস শব্দ টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বাস শব্দটা না থাকলে সেই ভালোবাসা কখনোই পূর্ণতা পায় না।

একটি ঘর বানাতে যেমন ইট বালু সিমেন্ট এর প্রয়োজন হয় ঠিক তেমনি ভাবে ভালোবাসা দিয়ে একটি ঘর তৈরি করতে হলে সেখানে ভিত্তি হিসেবে বিশ্বাসটা প্রয়োজন হয়।

এই তো সেই ভালোবাসা যা পরবর্তী জীবনে সুখী এবং সুন্দর জীবন উপভোগ করবে।

 

 

 

অবহেলিত ভালোবাসার কিছু কথা।

 

আচ্ছা ভুল-বোঝাবুঝি আমাদের আলাদা করল, না তোমার আত্মহংকার। একজন মানুষ কিভাবে এত পরিবর্তন হতে পারে। যে মানুষটা আমার সাথে কথা না বলে থাকতে পারতো না, সে এখন আমার থেকে অনেক দূরে।

তুমি তো আমাকে ছেড়ে ভালোই আছো। কিন্তু আজ আমি তোমাকে ছেড়ে নিঃস্ব। জীবন আমাকে গভীর সমুদ্রে ফেলে দিয়েছে। সেখান থেকে উঠতেও পারছি না, তোমাকে ভুলতে পারছিনা।

তোমাকে ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি। সারা জীবন একসাথে পথ চলার জন্য ভালোবেসেছিলাম। সেই তুমি আজ আমাকে ছেড়ে ভালোই আছো। কিন্তু দেখো তোমাকে ছাড়া আমি কতটা কষ্টে আছি।

তোমার মতো তুমি তোমার জীবনকে সাজিয়ে নিয়েছো। কিন্তু দেখো আমার সাজানো গোছানো জীবনটা আজ অগোছালো ডাস্টবিনের মত পড়ে আছে।

আমি চাই তুমি যেখানেই থাকো ভালো থাকো। আমার কাছে তুমি আগে যেমন ছিলে এখনও তেমন ই আছো। আমি হারাতে চাই না তোমার স্মৃতি এ জীবন থেকে। তোমার স্মৃতি নিয়ে আমি মরতে চাই।

মনে কি পরে পুরনো সেই দিনের কথা। যেদিন জোসনা রাতে তোমাকে নিয়ে প্রথম নৌকায় বেড়াতে গিয়েছিলাম। আমরা দুজন একাকী সময় কাটিয়ে ছিলাম। আমি চাই সে স্মৃতিগুলো স্বর্ণাক্ষর দিয়ে লিখতে।

সময়ের আগে খুব চেষ্টা করেও মানুষ কিছু পায় না, এমনকী হারায়‌ও না।নদীতে সময়ের আগে জোয়ার আসে না, সময়ের আগে ভাটা আসে না। পৃথিবীর সব কিছুই ওরকম। ঠিক তোমার ভালবাসার মত।

অন্য কাউকে প্রতিদিন ভালোবাসার মতন মিথ্যা এবং নিজেকে প্রতিদিন ভালোবাসার মতন সত্য আর কিছু নেই। যা তুমি প্রমাণ করে দেখিয়ে দিয়েছো।

আজ তুমি ভিন্ন আকাশের এক অন্য রমণী। জানিনা তুমি এতটা দূরত্বে কতোটা ভাল আছো, যেখানেই থাকো যেমনই থাকো নিজেকে জুড়ে বাচো।

তুমি নাই বা এলে কোনোদিন সামনে আর, তোমায় ভাবতেই হৃদ স্পন্দন বেড়ে যায় প্রতিবার। যদি জমকালো রঙে ডুবে গিয়ে থাকো ভুলে গিয়ে থাকো আমাকে, আমি না হয় প্রহর গুনবো ভাবনার আকাশে আঁকবো তোমাকে।

তুমি নাই বা হলে আমার আমি তাতেও মহা সুখি, ভাবনার ঘরে এখনো তুমি প্রিয়তমা নামে ছোট্ট খুকি। সখ ছিলো আমার ও খুব পুরোটা জুড়ে তোমার হতে, স্বপ্ন গুলো তেমনই রইলো চিঠিগুলোও আজ আমারই হাতে।

বুকে রয়ে গেলো তোমায় না পাওয়ার ব্যাথা। তোমাকে ছাড়া দিন চলে যাচ্ছে ভালই আছি ভালো থেকো, অপরিচিত রূপে হলেও কোনোদিন আমার চিলেকোঠারে পা রেখো।

 

Read More Post :

Leave a Comment