দোয়া মাসুরা বাংলা উচ্চারণ ও অর্থ।

দোয়া মাসুরা বাংলা উচ্চারণ ও অর্থ, দোয়া মাসুরা আরবি উচ্চারণ, দোয়া মাসুরা কখন পড়তে হয়, দোয়া মাসুরা সূরা, দোয়া মাসুরা, দোয়া মাসুরা বাংলা.

দোয়ায়ে মাসুরা.

 

দোয়া মাসুরা

দোয়া মাসুরা আরবিঃ

اللّٰهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمْاً كَثِيْراً، وَلاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ، فَاغْفِرْ لِيْ مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي، إِنَّكَ أَنْتَ الغَفُوْرُ الرَّحِيْمُ

 দোয়া মাসুরা উচ্চারণঃ

 আল্লাহুম্মা ইন্নি যলামতু নাফসি যুলমান কাসিরা । ওয়ালা ইয়াগ ফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি । মাগফিরাতাম মিন ইনদিকা । ওয়ার হামনি । ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম ।

 

 

দোয়া দোয়া অনুবাদঃ

 হে আল্লাহ ! আমি আমার নিজ আত্মার উপর বড়ই অত্যাচার করেছি, গুনাহ মাফকারী একমাত্র আপনিই । অতএব আপনি আপনা হতেই আমাকে সম্পূর্ণ ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন । নিশ্চয়ই আপনি ক্ষমাশীল দয়ালু ।

দোয়া পড়ার নিয়ম

এই দোয়া টি আমরা সাধারণত নামাযের শেষের দিকে বৈঠকে বসে আত্তাহিয়াতু পড়ার পর, দুরুদে ইব্রাহিম পড়ার পর এই দোয়া টি পড়ে থাকি । নামাযে নিয়ত বাঁধার পর সানা (সুবাহাকাল্লাহুম্মা) পড়তে হয় ।

 

Read More : Bangla Love Sms

 

 

Leave a Comment