ছেলেদের কষ্টের স্ট্যাটাস মধ্যবিত্ত ছেলেদের কষ্টের স্ট্যাটাস

ছেলেদের কষ্টের স্ট্যাটাস, ছেলেদের কষ্টের স্ট্যাটাস পিক, ছেলেদের কষ্টের স্ট্যাটাস লেখা, ছেলেদের কষ্টের স্ট্যাটাস ভিডিও, মধ্যবিত্ত ছেলেদের কষ্টের স্ট্যাটাস, বড় ছেলেদের কষ্টের স্ট্যাটাস, ইমোশনাল ছেলেদের কষ্টের স্ট্যাটাস, আবেগ ছেলেদের কষ্টের স্ট্যাটাস, পরিবারের ছোট ছেলেদের কষ্টের স্ট্যাটাস,ছেলেদের কষ্টের স্ট্যাটাস পিক।

ছেলেদের কষ্টের স্ট্যাটাস

ছেলে ছেলে হলে আনেক ঝামেলা থাকে যা হযতো সবাই বুঝবে না । তবে ছেলেদের কিছু সময় থাকে যা কাউকে বলতে পাবে  না । তা হয়তো আপনি জানেন ছেলেদের কষ্টের কথা কেউ বোঝে না । আজ আমরা আপনাদের এমন কিছু কথা শোনাবো।

মধ্যবিত্ত ছেলেদের কষ্টের স্ট্যাটাস

টিপ টিপ বৃষ্টি পড়ছে অঝোরো আজ সারাদিন।বিষন্ম ভাবনায় কাটেনা সময়,

তাকে শুধু মনে পড়ে

 

একা একা সারাক্ষন পথ চেয়ে থাকি,

কল্পনাতে শুধু তারই ছবি আকি।

বর্ষার কাব্য লাগেনা যে ভালো
কেন বার বার তোমাকে মনে পরে বলো?

 

কিছুরাত কেটে যায় স্বপ্নবিহিন,

কিছু আশা ভেঙে যায় নিরবে,

কিছু স্মৃতি কাঁদিয়ে যায় আড়ালে,

কিছু মানুষ দূরে হারায় কিছু না বলে।

 

আকাশ ভরা কষ্ট আমার,

সাগর ভরা ঢেউ।
এতো কষ্ট আমার বুকে দেখে না তো কেউ।

দুঃখ দিয়ে স্বপ্ন বুনি,

স্মৃতি দিয়ে আকি।
স্বপ্ন আমার ভেঙে যায় আমি চেয়ে থাকি।

 

 

কেউ ঘুমাচ্ছে,কেউ ঘুম খুজছে আর

কেই ঘুমিয়ে পড়া মানুষটাকে খুজছে।

 

বিশ্বাস ভেঙোনা কারণ তা একবার ভেঙে গেলে

আর ফিরে পাওয়া যায়না।

আর সম্পর্ক ভেঙোনা কারণ

বন্ধনহীন জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকা খুব কস্টের।

 

কারো মনের এতো গভীরে প্রবেশ করোনা

যেখান থেকে সে বের করে দিলে

তুমি অসহায় হয়ে পরবে।

 

আবেগের কাছে আমি পরাজিত।
বাস্তবতার কাছে আমি ব্যর্থ,
অতীতের কাছে আমি লাঞ্চিত,
আর আমার কাছে আমি এক নিঃস্ব পথিক।

 

এই জীবনে আবেগ হলো এক ধরনের মোমবাতি, যারা একসময় নিভে যায়

কিন্তু মানুষের বিবেক হলো ওই সূর্য, যার আলো কখনো নিবেনা।

 

 

 

প্রেম শব্দটাকে যতটা ছোট মনে হয়, সে ততটাই ব্যাখ্যা বহুল একটি শব্দ

কারণ এই ছোট্ট শব্দটাই একজন মানুষের জীবনকে নিঃশেষ করে দিতে পারে।

 

কোন মানুষের ম্যাচুরিটি তার বয়স থেকে আসে না,

ম্যাচুরিটি তখনই আসে যখন সে

তার জীবনে বড়একটি অভিজ্ঞতা কে পার করে আসে

 

 

 

যে কাউকে ধোকা দেয়, সে চালাক হতে পারে

কিন্তু যে ধোঁকা খায় সে বোকা নয়, সে হলো বিশ্বাস।

 

যদি তুমি আমায় ছেড়ে চলে যাবে, তবে কেন এই মনকে

এত স্বপ্ন দেখিয়ে বিধ্বস্ত করে চলে গেলে।

 

মধ্যবিত্ত পরিবারের ছেলেদের পকেট ভর্তি টাকা না থাকতে পারে

কিন্তু তাদের বুক ভরা ভালবাসা আর, স্বপ্ন অবশ্যই থাকে।

 

মধ্যবিত্ত ঘরের ছেলেদের পকেট ভর্তি থাকে না

কিন্তু মাথাভর্তি থাকে টেনশন।

 

কেউ কখনো কাউকে ভুলে যায় না,

প্রয়োজন শেষ হয়ে যায়।

তাই তখন আর তার সাথে কোন যোগাযোগ করে না।

 

 

ভালোবাসার কষ্টের স্ট্যাটাস।

তাই ভালোবাসা নিয়ে কষ্টের স্ট্যাটাস দিতে গেলে আপনারা নিজেরাই অনেক বিভিন্ন স্ট্যাটাস তৈরি করতে পারবেন। তবুও আপনাদের কষ্ট পেয়ে লাভ করার জন্যই আমরা ভালোবাসার কষ্টের স্ট্যাটাস নিয়ে লিখতে চলেছি।

আমি তোমার জন্য দোয়া করি, তুমি এতো সুখে থাকো

যেন সেই সুখের মাঝে আমার কথা তোমার আর মনে না পরে।

 

আমরা সবাই বন্ধু বান্ধবদের বলি প্রেমে পড়া ভালো,

কিন্তু একবার প্রেমে পরলে সেই প্রেমেতে কাঁদতে কাঁদতে সারা জীবন গেল।

 

কাউকে ভালবাসি বলাটা যত সহজে বলা যায়,

আসলে ভালোটা কি এতো সহজে থাকা যায়।

 

আরো পড়ুন:

Leave a Comment