চোখ নিয়ে রোমান্টিক কথা, মায়াবী চোখ নিয়ে উক্তি রোমান্টিক কবিতা

চোখ নিয়ে রোমান্টিক কথা, মায়াবী চোখ নিয়ে উক্তি, চোখ নিয়ে রোমান্টিক কবিতা, চোখ নিয়ে কিছু রোমান্টিক কথা, চোখ নিয়ে কবিতা, মায়াবী চোখ নিয়ে কবিতা, মায়াবী চোখ নিয়ে উক্তি, মেয়েদের সুন্দর চোখ নিয়ে উক্তি, মায়াবী চোখ নিয়ে স্ট্যাটাস, মায়াবী চোখ নিয়ে ছন্দ, চোখ নিয়ে গান, চোখ নিয়ে রোমান্টিক ক্যাপশন.

মেয়েদের সুন্দর চোখ নিয়ে উক্তি.

চোখ নিয়ে রোমান্টিক কথা মায়াবী চোখ নিয়ে উক্তিচোখ নিয়ে রোমান্টিক কবিতা

জীবনানন্দের ভাষায় পাখির নীড়ের মত চোখ আর আমার ভাষায় তোমার চোখ ভ্রমরের মত কালো, সুন্দর।

Read More.

এক যুগ পাশাপাশি থেকেও মানুষ মানুষকে চিনতে পারে না, আর তোমার চোখে চোখ রেখে প্রথম দিনই তোমাকে চিনে নিয়েছিলাম।

চোখ যে আসলেই মনের কথা বলে তা তোমার চোখে তাকিয়ে বুঝেছি। কি গভীর ভাষা এই চোখের।

মায়ার দেবীর চোখ কেমন জানিনা, কিন্তু তোমার চোখে তাকিয়ে মায়া মুগ্ধ হয়ে রই।

তোমার সকালের মত স্নিগ্ধ চোখে তাকিয়ে নিজের ভেতর প্রশান্তি অনুভব করি। এমন করে পাশে থেকো সব সময়।

তোমি আমার লাভ এট ফার্স্ট সাইট,কারণ তোমার দৃষ্টিটাই এমন ছিল যে আমি নিজেকে ফেরাতে পারিনি আর।

প্রিয় পাঠক আপনি এই পোষ্টে পড়তেছেন মেয়েদের চোখ নিয়ে উক্তি সম্পর্কে। আশকারি পুরো পোষ্টটি পড়ে আপনি আপনার সঠিক পছন্দের উক্তিটি খুঁজে পাবেন।

তোমার মাদকতা মেশানো চোখে নেশায় ডুবে যেতে চাই। ফিরতে চাইনা আর কোন দিন এই নেশা থেকে।

 

তোমার চোখের নেশায় মাতাল হয়ে রয়েছি সেই কবে থেকে। তুমি কি বুঝো না? তোমার অই চোখে কি আছে তুমি জানো না!।

 

অই টানা টানা মায়া হরিণের চোখ দুটি তুমি কোথায় পেলে? কার কাছ থেকে আনলে? স্রষ্টার এক অপরূপ সৃষ্টি তোমার অই চোখ।

সত্যে মিথ্যের তফাত মানুষ নাকি চোখে তাকিয়েই বুঝে। যেমনটা তোমাকে দেখেই বুঝেছি প্রথম দিন। কি সুন্দর সেই চোখ,সত্যের বাণী লিখা এই চোখে চীরকাল।

তুমি আর যাই হও, একজোড়া দেবীর চোখের মালকিন। এই সুন্দর চোখের মায়ায় জড়িয়ে নাও আমায়।

প্রকৃতির মত সুন্দর চোখ তোমার,মায়াবী মাদকতায় ভরা। এই চোখ কেবল একজন রানীর হতে পারে নয় তো আর কারো।

তোমার তীক্ষ্ণ সুন্দর চোখে গেঁথে নাও আমায়। ধন্য করো অই ধারালো দৃষ্টি হেনে।

চোখের ভাষা বুঝতে হলে নাকি চোখের মত চোখ থাকতে হয়, তাই কি তুমি আমার সব ভাষা চোখে চোখে বুঝে নাও?

চোখ নিয়ে কবির মত বলতে পারব না, এটাই বলতে পারি অই চোখে আমি মরে গেছি।

চোখে চোখে হবে কথা- মুখে আর নয়,এবারের দেখাটা যেনো এমনই হয়।

চোখের নেশায় মজে আছি তোমার, যে কেউ প্রেমে পড়বে এই চোখের। আমার কি দোষ বলো।

তোমার অই চোখে মরা যায়,অই চোখেই বেঁচে থাকা যায়।

 

 

তোমার চোখে তাকিয়ে পরম তৃপ্তি পাই,অই চোখের কোণে আমায় রেখো।

মেয়েদের চোখ নিয়ে প্রশংসা

তোমার চোখের মণিতে তাকিয়ে মন্ত্রমুগ্ধ হয়ে থাকি।কি জাদু অই চোখে?

আপনার চোখের পাপড়িতে ঝরে পড়ছে পরীদের হাসি, অই চোখ দুটি বড্ড ভালোবাসি।

শিশুর সরলতা আপনার চোখে। আজীবন এই সরলতা থাকুক। 

আপনার চোখের তুলনা হয় না কোহিনূর হীরার সাথেও।এমন সুন্দর এই চোখ।

আপনার চোখ দিয়ে তাকালে বিজলি চমকে উঠে যেনো। এই চোখের তাপে দগ্ধ হতে চাই।

মায়াবী চোখ নিয়ে কবিতা

যদি কখনো হারিয়ে যাই, যদি সারা পৃথিবীর কোথাও আমায় আর না পাওয়া যায়,
তবে তোমরা আমাকে খুঁজে দেখো
তার চোখের ভিতর।
আমার যখন খুব বেশি দুঃখ হয়
খুব করে কষ্ট পাই, সময়-অসময় হিসেব না করেই;
আমি তার চোখের ভিতর ডুবে যাই।

আহ, কি সেই মায়াময় চোখ!
দৃষ্টিতে যেন কঠিন মরুভূমির তপ্ত বালুচরের জ্বলান,
আবার ক্ষণে ক্ষণে সাগরের বিশালতা ভরা এক শুন্যতার গল্প।
হঠাৎ হঠাৎ কালো মেঘের চাহনি, বৃষ্টি হয়ে বয়ে নামে তৃষিত ধরার বুকে;
কখনো বা পাহাড় ভেঙে ভেসে আসে ঝর্নার মত।
আমি সেই ঝর্নার জলে গা ভিজাই।

এক জোড়া চোখ, আমার নিজস্ব আবাসস্থল।
সমগ্র ভুবন যেদিন তীব্র যন্ত্রনায় আমাকে শাস্তি দেয়,
সারা দুনিয়ার সবকিছুই পর ভেবে দূরে ঠেলে দেয়;
আমার তখন একমাত্র আশ্রয় হয় সেই চোখের গভীর মনিতে,
মহাকাশের সবথেকে উজ্জ্বল নক্ষত্রের মতই মায়াবী চোখের মনি।

তার চোখ!
কি এক বিচ্ছেদ কাতর হয়ে, প্রথম যৌবনা তরুণীর,
না হওয়া প্রেমের উপন্যাস বনে যায়;
আমি শুধু সেই উপন্যাস পড়ে যাই, পড়েই যাই।

মাঝে মাঝে প্রচণ্ড ব্যথা জাগানিয়া হাহাকার জন্মে তার চোখের গভীরে,
আমি যাই, ব্যথার রাজ্যে নিজেকে শেষ করে দিতে;
অথবা আমার সমস্ত আনন্দ বিসর্জন দিতে।

চোখ নিয়ে গান.

ঝরাপাতা-গানে আর ভেজাবো না মন,

তোমার গানেই মন বড় উচাটন!

তোমার পলকে রাঙা হয়ে আসে

বৈশাখী বিকেল এলোমেলো হয় রবীন্দ্র স্বরলিপি…

ভেতরের কালবৈশাখী বলে ওঠে- ‘

হারমোনিয়ামের রিডে আঙুল রেখে

আমার চোখে চোখ রেখো না,

বড় বেশি ওলট-পালট হয়ে যায়

আমার ভেতরের সা-রে-গা-মা।

 

নামঃ সুনয়না 

মায়ায় ভরা চোখ দুটো তোর

দেখলে পড়ি প্রেমে হাত ছেড়ো না, সুনয়না

প্রেম রবে মোর থেমে।

কাজল কালো চোখ দুটো তোর

পদ্ম ফুলের মতো

প্রেম নদীতে সাঁতার কাটি

দেখি তোমায় যতো।

সুনয়না,

তোমায় ভাবি সকাল দুপুর সাঁঝে

চোখ দুটো তোর ফুটে উঠে আমার মনের মাঝে।

যেমন দেহের গড়ন তোমার তেমন সুন্দর আঁখি

দোহাই লাগে সুনয়না

আর দিওনা ফাঁকি।

 

 

 শেষেরকবিতা

Leave a Comment