ইসলামিক মোটিভেশনাল উক্তি ছোট ছোট ইসলামিক উক্তি, ইসলামিক মোটিভেশনাল গল্প, সত্য নিয়ে ইসলামিক উক্তি, ইসলামিক সুন্দর উক্তি, সেরা ইসলামিক উক্তি , ইসলামিক মোটিভেশনাল আয়াত, মৃত্যু নিয়ে ইসলামিক উক্তি , অহংকার নিয়ে ইসলামিক উক্তি ।
ইসলামিক মোটিভেশনাল উক্তি।
জীবনে চলার পথে অনেক বাধার সম্মুখীন হতে হয়। তাই বলে ভেঙ্গে পড়া যাবে না, মনকে অটুট রাখতে হবে। জীবনটা নিতান্তই ছোট। কখন মৃত্যুর ডাক আসবে কেউই বলতে পারে না। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ইসলামি মনীষীগণ সমাজের দিকে লক্ষ্য রেখে ইসলামিক উক্তি বা ইসলামিক বানী প্রদান করছেন।
আপনি যদি আপনার প্রার্থনায়
আল্লাহর প্রতি আরও বেশি মনোযোগ
দিতে চান. তবে আপনার প্রার্থনার
বাইরে তাঁর প্রতি আরও
বেশি মনোযোগ দিন।
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়
আমল হল যেগুলো ধারাবাহিকভাবে
করা হয়, যদি তা অল্পও হয়।
আল্লাহ কোন আত্মাকে তার
বহন করার ক্ষমতার বেশি
বোঝা দেন না।
আপনার ভাগ্য তাঁর ভালবাসার
কালি দিয়ে লেখা হয়েছে এবং
তাঁর করুণা দিয়ে সিলমোহর করা
হয়েছে তাই ভয় পাবেন না,
তাঁর উপর আপনার আস্থা রাখুন এবং
তাঁর আদেশের উপর আশা রাখুন।
আল্লাহ মানুষের প্রতি মোটেও
যুলুম করেন না, বরং মানুষ নিজেরাই
নিজেদের প্রতি জুলুম করে।
কেউ যদি তার ভাইয়ের প্রয়োজন
পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন
পূরণ করবেন; যদি কেউ একজন
মুসলমানের কষ্ট দূর করে, আল্লাহ
কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন।
যে ব্যক্তি আল্লাহকে ভয় করে,
আল্লাহ তার জন্য
(প্রতিটি অসুবিধা থেকে) মুক্তির পথ
বের করে দেবেন এবং তিনি তাকে
এমন উৎস থেকে রিজিক দেবেন যা
সে কল্পনাও করতে পারেনি।
ব্যস্ত জীবন প্রার্থনাকে কঠিন করে,
কিন্তু প্রার্থনা ব্যস্ত জীবনকে
সহজ করে তোলে।
এই পৃথিবীতে প্রতিদিন ১৫১,০০০
এরও বেশি মানুষ মারা যায়,
আমি আমার আখিরাহ ঠিক করার জন্য
আমাকে আরও কিছু সময় দেওয়ার
জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই।
যখন আমরা আল্লাহর সাথে
আমাদের সম্পর্ক মেরামত করি, তখন
তিনি আমাদের জন্য বাকি
সবকিছু মেরামত করেন।
প্রতিটি দিনকে একজন ভালো
মুসলিম হওয়ার সুযোগ হিসেবে নিন।
বিভিন্ন মায়েদের থেকে জন্ম নেওয়া
সব রঙের চামড়া ভাই হিসেবে
একত্রিত হয়। এটাই ইসলামের সৌন্দর্য।
আমাদের দোষের মধ্যে সবচেয়ে
খারাপ হল অন্যের দোষের প্রতি
আমাদের আগ্রহ।
বিনা যুদ্ধে কোনো জাতিকে ধ্বংস করতে
চাইলে পরবর্তী প্রজন্মের মধ্যে ব্যভিচার
ও নগ্নতাকে সাধারণ করে তুলুন।
হে ঈমানদারগণ! ধৈর্য্য ও নামাজের
মাধ্যমে সাহায্য প্রার্থনা কর, নিশ্চয়ই
আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।
আমরা আমাদের সাইটে আপনাদের জন্য কিছু পোষ্ট করলাম হইতো আপনাদের ভালো লাকবে ।
আরো পড়ুন:
Related posts:
ভালোবাসার কবিতা Bangla | valobaser Kobita Bangla.September 19, 2022
বন্ধু নিয়ে স্ট্যাটাস,বন্ধু নিয়ে স্ট্যাটাস ছবি কষ্টের,বন্ধু নিয়ে স্ট্যাটাস ইংরেজিSeptember 18, 2022
আবেগি মন স্ট্যাটাস ফেসবুক,আবেগি মন স্ট্যাটাস পিকSeptember 21, 2022
খারাপ সময় নিয়ে উক্তি জীবনের খারাপ সময় নিয়ে উক্তিDecember 14, 2022